বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬

প্রভাবশালী নারীর তালিকায় সানি লিওন

প্রভাবশালী নারীর তালিকায় সানি লিওন

 বলিউড অভিনেত্রী সানি লিওন। পর্নো তারকা হিসেবে তার পরিচিতি থাকলেও বলিউড অভিনেত্রী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি। এবার প্রভাবশালী নারীদের তালিকায় নাম উঠেছে এই অভিনেত্রীর। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছর বিবিসি চতুর্থবারের মতো ১০০ প্রভাবশালী নারীর তালিকা তৈরি করেছে। এতে জায়গা করে নিয়েছেন সানি লিওন। উচ্চ প্রোফাইল, উদ্যোক্তা, প্রকৌশলী, খেলোয়াড়, নারী ব্যবসায়ী, ফ্যাশন আইকন এবং শিল্পীদের মধ্যে থেকে এই তালিকা তৈরি করেছে বিবিসি।
সানি লিওন ছাড়াও এ তালিকায় আরো ভারতীয় নারী জায়গা পেয়েছেন। এ চার নারী হলেন- গৌরি চিন্দারকার, মল্লিকা শ্রীনিবাসন (চেন্নাই), নেহা সিং (মুম্বাই) এবং সালুমারাডা থিম্মাক্কা (কর্ণাটক)। গৌরি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী, মল্লিকা ট্র্যাক্টর কোম্পানির কর্ণধার। বাকি দুজনের একজন পরিবেশবিদ অন্যজন সমাজকর্মী।
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বি বস-৭ সিজনের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন সানি লিওন। ২০১২ সালে ‘জিসম-টু’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সানি। গত সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে র‌্যাম্পে হাঁটেন তিনি। বর্তমানে বলিউডের একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thanks for your nice comments............


b.reg
ANIK SABBIR