বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬

অর্ধনগ্ন হলেন কিমের বোন কাইলি

মার্কিন টিভি রিয়্যালিটি শো তারকা কিম কার্দাশিয়ান সব সময় আলোচনায় থাকতে পছন্দ করেন। আলোচনায় থাকার জন্য উদ্ভট সব কাণ্ড ঘটাতেও তার কোন জুড়ি নেই। এবার তার বোন কাইলি জেনার যেন বোনের দেখানো পথই অনুসরণ করলেন। প্রেমিকের জন্মদিনে এবার টপলেস হলেন এই মার্কিন রিয়েলিটি তারকা। গত শনিবার ছিল মার্কিন র‌্যাপার টায়গার জন্মদিন। অ্যারিজোনার একটি শুটিং রেঞ্জে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করেন তিনি।
প্রেমিকের প্রতি নিজের ভালোবাসা ভক্তদের সামনে প্রকাশের মাধ্যম হিসেবে কাইলি বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম গুলোকে। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে তাকে টায়গারকে জড়িয়ে ধরে ছবি তুলতে দেখা গেছে। এর মধ্যে কয়েকটি ছবিতে ১৯ বছর বয়সী কাইলিকে টপলেস অবস্থায় দেখা যায়। 
এছারাও ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ান’ খ্যাত কাইলি কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানেও প্রেমিকের সঙ্গে তাকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। এ ছাড়া প্রেমিককে ৬০ ক্যারটের একটি ডায়মন্ড ব্রেসলেটও উপহার দিয়েছেন এ তারকা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thanks for your nice comments............


b.reg
ANIK SABBIR