Online Bangla Typing (বাংলা লিখুন)
কম্পিউটারে বাংলা লেখার অনেক গুলো পদ্ধতি আছে। সাধারণত বাংলা লেখার জন্য কম্পিইটারে কিছু সফ্টওয়ার যেমন অভ্র, বিজয় ইত্যাদি ইনস্টল করতে হয়।এসব সফ্টওয়ারে বিভিন্ন লেআউট যেমন Avro Easy, Bornona, Probhat, Bengali Inscript, Phonetic, Click n Type layout ইত্যাদি ব্যবহার করে সহজেই বাংলা টাইপ করা যায়। সফ্টওয়ার ইনস্টল করা ছাড়াও ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটে বাংলা লেখা সম্ভব। English-bangla.com ওয়েবসাইটেও সফ্টওয়ার ইনস্টল ছাড়া বাংলা লেখা যায়।
তবে বাংলা টাইপ করার সবচেয়ে সহজ দুটি পদ্ধতি হলো Phonetic (English-bangla) and Click n Type লেআউট ব্যবহার করা।
English-bangla.com এ দুটো পদ্ধতিতে সহজেই বাংলা টাইপ করা যায়।এ দুটো পদ্ধতিতে বাংলা লেখার নিয়ম এখানে দেখানো হলো।
English-bangla.com এ দুটো পদ্ধতিতে সহজেই বাংলা টাইপ করা যায়।এ দুটো পদ্ধতিতে বাংলা লেখার নিয়ম এখানে দেখানো হলো।
Phonetic (ফনেটিক):
Phonetic হলো উচ্চারণের সাথে সঙ্গতি রেখে বানার পদ্ধতি। যেমন- ‘আমি’ শব্দটি ইংরেজি অক্ষরে ‘Ami’ লিখতে হয়। এভাবেই phonetic পদ্ধতিতে বাংলা লিখতে হয়। Phonetic পদ্ধতিতে বাংলা টাইপ করার জন্য আলাদা ভাবে কীবোর্ড মুখস্থ করার প্রয়োজন নেই। ২-৫ মিনিট চর্চা করে যে কেউ বাংলা লিখতে পারবে।
যা যা মনে রাখতে হবে:
১. ইংরেজি ছোট অক্ষর এবং বড় অক্ষর (Small Letter and Capital Letter) এর দিকে লক্ষ্য রাখতে হবে।
যেমন: small ‘y’ চাপলে ‘য়’ হয় আর capital ‘Y’ চাপলে যফলা হয়।
যেমন: small ‘y’ চাপলে ‘য়’ হয় আর capital ‘Y’ চাপলে যফলা হয়।
২. যুক্ত বর্ণ লেখার নিয়ম জানতে হবে। সাধারণত হসন্ত (্) যোগে দুটো বা তার বেশি বর্ণকে যুক্ত করতে হয়। Phonetic নিয়মে প্লাস (+) দিয়ে হসন্ত হয়।
যেমন:
k+l= ক্ল; s+t= স্ট; S+N= ষ্ণ; T+T+b=ত্ত্ব; Ng+k=ঙ্ক; Ng+g=ঙ্গ ; j+NG=জ্ঞ; NG+c=ঞ্চ; NG+j=ঞ্জ; NG+C=ঞ্ছ; N+d=ণ্ড ইত্যাদি।
k+l= ক্ল; s+t= স্ট; S+N= ষ্ণ; T+T+b=ত্ত্ব; Ng+k=ঙ্ক; Ng+g=ঙ্গ ; j+NG=জ্ঞ; NG+c=ঞ্চ; NG+j=ঞ্জ; NG+C=ঞ্ছ; N+d=ণ্ড ইত্যাদি।
উদাহরণ:
- Amra baNgali : আমরা বাঙালি ।
- bangla: বাংলা
- Ingreji- ইংরেজি
- Dh+bniTT+T+b : ধ্বনিতত্ত্ব
- ras+t+r bYbs+Tha : রাস্ট্র ব্যবস্থা
- Amra baNgali : আমরা বাঙালি ।
- bangla: বাংলা
- Ingreji- ইংরেজি
- Dh+bniTT+T+b : ধ্বনিতত্ত্ব
- ras+t+r bYbs+Tha : রাস্ট্র ব্যবস্থা
নিম্নে বাংলা অক্ষরের সাথে সঙ্গতিপূর্ণ ইংরেজি অক্ষর গুলো দেওয়া আছে।
- ক
k - খ
kh, K - গ
g - ঘ
gh,G - ঙ
Ng - চ
c - ছ
ch, C - জ
j - ঝ
jh, J - ঞ
NG - ট
t - ঠ
th - ড
d - ঢ
dh - ণ
N - ত
T - থ
Th - দ
D - ধ
Dh - ন
n - প
p - ফ
ph, f - ব
b - ভ
bh, v - ম
m - য
z - র
r - ল
l - শ
sh - ষ
S - স
s - হ
h - ক্ষ
k+S - ড়
R - ঢ়
Rh - য়
y - ৎ
tt - ং
ng - ঃ
H - ঁ
NN - অ
Ao - আ
a, A - ই
i - ঈ
II - উ
U - ঊ
UU - ঋ
WR - এ
E - ঐ
OI - ও
O - ঔ
OU - ব ফলা
+b - য ফলা
Y - র ফলা
+r - রেফ
r+ - ঋ কার
wr - ্(হসন্ত)
HH, + - ডট(.)
.. - ে
e - ৈ
oi - ো
o - ৌ
ou - ু
u - ূ
uu - ি
i - ী
ii - া
a - ।(দাড়ি)
.
Click n Type
Click n Type লেআউট:
বাংলা লেখার জন্য সোজাসোজি আরেকটি উপায় হলো ‘Click n Type লেআউট’ যেখানে বাংলা অক্ষরের একটি layout দেওয়া থাকে এবং কাক্ষ্ণিত অক্ষরের উপর click করে বাংলা লিখা হয়।
যা যা মনে রাখতে হবে:
১. যুক্ত বর্ণ লেখার নিয়ম জানতে হবে। সাধারণত হসন্ত (্) যোগে দুটো বা তার বেশি বর্ণকে যুক্ত করতে হয়।
যেমন:
ক হসন্ত(্) ল= ক্ল; স হসন্ত(্) ট= স্ট;
ষ হসন্ত(্) ণ= ষ্ণ; ত হসন্ত(্) ত হসন্ত(্) ব =ত্ত্ব;
ঙ হসন্ত(্) ক =ঙ্ক; ঙ হসন্ত(্) গ=ঙ্গ ;
জ হসন্ত(্) ঞ =জ্ঞ; ঞ হসন্ত(্) চ =ঞ্চ;
ঞ হসন্ত(্) জ=ঞ্জ; ঞ হসন্ত(্) চ=ঞ্ছ;
ণ হসন্ত(্) ড =ণ্ড; হ হসন্ত(্) ম=হ্ম ইত্যাদি।
ক হসন্ত(্) ল= ক্ল; স হসন্ত(্) ট= স্ট;
ষ হসন্ত(্) ণ= ষ্ণ; ত হসন্ত(্) ত হসন্ত(্) ব =ত্ত্ব;
ঙ হসন্ত(্) ক =ঙ্ক; ঙ হসন্ত(্) গ=ঙ্গ ;
জ হসন্ত(্) ঞ =জ্ঞ; ঞ হসন্ত(্) চ =ঞ্চ;
ঞ হসন্ত(্) জ=ঞ্জ; ঞ হসন্ত(্) চ=ঞ্ছ;
ণ হসন্ত(্) ড =ণ্ড; হ হসন্ত(্) ম=হ্ম ইত্যাদি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thanks for your nice comments............
b.reg
ANIK SABBIR