সানি পর্নস্টার হওয়ার অদ্ভূত কাহিনী. . . . .
আপনি যদি মনে করে থাকেন সুপার সেক্সি সানি লিওন মুখিয়ে ছিলেন পর্নস্টার হওয়ার জন্য, তাহলে আপনি ভুল ভাবছেন। এক পেহলি লীলার অভিনেত্রী মানুষকে সুড়সুড়ি দেয়ার ব্যবসায় আসতে চাননি; বরং তিনি হতে চেয়েছিলেন একজন নার্স।
নিজেকে একজন পর্নস্টার হিসেবে কল্পনাও করেননি সানি। বস্তুত তার বয়স যখন ১৬, তখনও তিনি একজন নার্স হতে চেয়েছিলেন।
সানির বয়স যখন পনেরো, তখন তিনি কাজ করতেন একটি ব্যাকারিতে। পরে আয়কর অফিসেও কাজ করেন এই আবেদনময়ী নায়িকা।কিন্তু তার ভেতরে ছিলো নার্স হওয়ার বাসনা, এর জন্যে তিনি প্রচুর পড়াশুনা ও একটি প্রশিক্ষণ সেন্টারেও ভর্তি হয়েছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাসে নার্স হয়ে উঠতে পারেননি তিনি। বন্ধুর পরামর্শে জড়িয়ে পড়েন পর্ন ব্যবসায়।
বর্তমানে পর্ন ব্যবসায় না থাকলেও তার যৌন আবেদনকে কাজে লাগিয়ে তিনি বলিউডে একটা ভালো অবস্থান তৈরি করে নিয়েছেন। সানি লিওনের এই অ্যাডভাঞ্চারাস লাইফ নিয়ে ডকুমেন্টারি করছেন নির্মাতা দিলীপ মেহতা।তিনি মনে করেন, সানির জীবন সংগ্রাম দেখে নিশ্চয় তাকে মানুষ বুঝতে পারবে।
বর্তমানে পর্ন ব্যবসায় না থাকলেও তার যৌন আবেদনকে কাজে লাগিয়ে তিনি বলিউডে একটা ভালো অবস্থান তৈরি করে নিয়েছেন। সানি লিওনের এই অ্যাডভাঞ্চারাস লাইফ নিয়ে ডকুমেন্টারি করছেন নির্মাতা দিলীপ মেহতা।তিনি মনে করেন, সানির জীবন সংগ্রাম দেখে নিশ্চয় তাকে মানুষ বুঝতে পারবে।
এখন দেখার বিষয়, সানির জীবন নিয়ে বানানো ডকুফিল্ম দেখে কতোটা বুঝতে পারে মানুষ!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thanks for your nice comments............
b.reg
ANIK SABBIR