বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬

ব্রেক্সিট নিয়ে অনিশ্চয়তা : ফেসবুকের নতুন সিদ্ধান্ত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের সরে যাওয়া বা ব্রেক্সিট নিয়ে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও ফেসবুক সিদ্ধান্ত নিচ্ছে । লন্ডনে নতুন প্রধান কার্যালয় খুলতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী বছর এই কার্যালয় চালু হলে সেখানে ৫০০ লোকের কর্মসংস্থান হবে। সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, নতুন কার্যালয় খোলার মাধ্যমে যুক্তরাজ্যে ফেসবুকের কর্মীসংখ্যা ১ হাজার ৫০০ ছাড়াবে। যুক্তরাজ্যকে প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য অন্যতম শ্রেষ্ঠ জায়গা হিসেবে উল্লেখ করেছে ফেসবুক।
ফেসবুকের কর্মকর্তা নিকোলা মেনডেলসন জানিয়েছেন, যুক্তরাজ্যে আগামী বছরে ১ হাজার ৫০০ লোক নিয়ে একটি প্রধান কার্যালয় খোলার পরিকল্পনা নেয়া হয়েছে।
ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাজ্যে ফিজরোভিয়াতে নতুন ভবন নির্মাণের কাজ চলছে। লন্ডনের মেয়র সাদিক খান ফেসবুকের এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন।  
এখানে উচ্চ দক্ষতাসম্পন্ন প্রকৌশলীরা চাকরি পাবেন। যুক্তরাষ্ট্রের বাইরে ফেসবুকের বড় প্রকৌশলগত ভিত্তি হবে যুক্তরাজ্য। এএফপি অবলম্বণে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thanks for your nice comments............


b.reg
ANIK SABBIR